Thank you for trying Sticky AMP!!

যশোরে ১৯৭১টি মোমবাতি জ্বালিয়ে শহীদদের স্মরণ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে যশোর শহরের বিভিন্ন সড়কে আলপনা আঁকে সাংস্কৃতিক সংগঠন চাঁদেরহাট

যশোরে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ১৯৭১টি মোমবাতি জ্বালিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা হয়েছে। সাংস্কৃতিক সংগঠন চাঁদের হাটের আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যায় যশোর শহরের বঙ্গবন্ধু ম্যুরালে এ অনুষ্ঠান হয়।

একাত্তরের ২৬ মার্চকে স্মরণ করে ২৬ জন মুক্তিযোদ্ধার হাতে মোমবাতি তুলে দেওয়া হয়। মুক্তিযোদ্ধারা বাংলাদেশের সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে ম্যুরাল সড়কদ্বীপে ৫০টি মশাল জ্বালান। ওড়ানো হয় ৭১টি ফানুস।

বঙ্গবন্ধুর ম্যুরালের পাদদেশে বাংলাদেশের ৫০ বছরের পথচলা নিয়ে স্মৃতিচারণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশকে কল্পনা করা যায় না। বঙ্গবন্ধু, বাঙালি ও বাংলাদেশ এক ও অভিন্ন।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম।