Thank you for trying Sticky AMP!!

যে বয়সে বিয়ে হওয়ার কথা, সে বয়সে হচ্ছেন শাশুড়ি

যে বয়সে একটি মেয়ের বিয়ে হওয়ার কথা, সে বয়সে ভোলার একটি মেয়ে শাশুড়ি হচ্ছেন। এর কারণ বাল্যবিবাহ। বরিশালে বাল্যবিবাহের দিক দিয়ে ভোলা অন্যতম। বাল্যবিবাহের হার ৬৩ শতাংশ। সুতরাং এখনই এটি কমানোর উদ্যোগ নিতে হবে।

গতকাল শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশের সমন্বিত (ইসিসিডি) নীতি-২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত জেলা ইসিসিডি কমিটির সদস্যদের পরিচিতি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ তথ্য জানান ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

ভোলার শিশু একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, ‘শিশু ও নারীদের সম্মান করতে হবে। না হলে এসডিজি বাস্তবায়ন হবে না। এখনো আমরা শিশুদের হাতে ভেজালমুক্ত খাবার ও নৈতিক শিক্ষা দিতে পারছি না।’

অনুষ্ঠানে বক্তারা গর্ভ থেকেই শিশুর যত্ন, শিশুর প্রারম্ভিক বিকাশ নিয়ে আলোচনা করেন।