Thank you for trying Sticky AMP!!

রংপুরে কাল ও পরশু ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সংস্কারকাজের জন্য আগামীকাল শুক্রবার ও পরশু শনিবার রংপুর নগরসহ আশপাশের উপজেলায় বিদ্যুৎ থাকবে না। ওই দিন ১৩২/৩৩ কেভি গ্রিডের সঞ্চালন লাইন বন্ধ থাকবে। দুই দিনই সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ পাবেন না গ্রাহকেরা। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-২ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম।

এর আগে গতকাল বুধবার বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার ব্যাপারে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) লিমিটেড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

শরিফুল ইসলাম বলেন, রংপুর নগরসহ আশপাশের উপজেলায় আগামীকাল শুক্রবার ও পরের দিন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই দিন নয় ঘণ্টা করে মোট ১৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। ওই সময়ে রংপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের কাজ করা হবে।