Thank you for trying Sticky AMP!!

রংপুরে জ্বর-শ্বাসকষ্ট-ডায়রিয়ায় পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু

প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়া উপজেলায় জ্বর, সর্দি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৩০ বছর বয়সী এক নারী পরিচ্ছন্নতাকর্মী মারা গেছেন। আজ বুধবার সকালে উপজেলার হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সামসুজ্জামান বলেন, ওই নারী কয়েক দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার রাত থেকে শ্বাসকষ্ট বেড়ে যায়। আজ সকালে ডায়রিয়া শুরু হলে তাঁকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

জেলা সিভিল সার্জন ও জেলা করোনা কমিটির সদস্যসচিব হিরম্ব কুমার রায় বলেন, ওই নারীর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত করতে পরীক্ষা করা হবে। তবে হাসপাতালে আনার আগেই ওই নারী মারা যান বলে দাবি করেন তিনি। ওই নারীর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।