Thank you for trying Sticky AMP!!

রংপুরে পুলিশ-নার্সসহ সাতজন করোনায় আক্রান্ত

প্রতীকী ছবি

রংপুরে পুলিশ, নার্স, জেলখানার স্টাফসহ নতুন করে আরও সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৮৩।

মঙ্গলবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ নুরুন্নবী লাইজু জানান, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৪টি নমুনার পরীক্ষা সম্পন্ন করা হয়। এতে ওই সাতজনের নমুনায় করোনা পজিটিভ এসেছে।

নুরুন্নবী লাইজু জানান, করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দুজন নার্স, রংপুর জেলখানার একজন স্টাফ, পুলিশ লাইনসের দুই সদস্য, রংপুর নগরের জুম্মাপাড়ার এক পুরুষ (৪২) ও রংপুর সিটি করপোরেশন এলাকার এক পুরুষ (৪৭)। তাঁরা সবাই রংপুর জেলার বাসিন্দা।

এদিকে মঙ্গলবারের সাতজনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৮৩। এর মধ্যে ছয়জন সুস্থ হয়েছেন। ১৭ জনকে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ও জেলা করোনা কমিটির সদস্যসচিব হিরম্ব কুমার রায়। অন্যরা চিকিৎসকের পরামর্শে বাড়িতে আছেন।