Thank you for trying Sticky AMP!!

রংপুরে বাসচাপায় অটোরিকশাচালকসহ নিহত ৪

রংপুর নগরের নব্দীগঞ্জে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা। আজ সন্ধ্যায়

রংপুর নগরে যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাচালকসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।

আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের মাহিগঞ্জসংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের নব্দীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রংপুর বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটের বুড়িমারীগামী মানিক এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোচালকসহ তিনজন মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম অনীল চন্দ্র (৪৫) বলে জানা গেছে। বাকিদের নাম–পরিচয় এখনো জানা যায়নি।

মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতের লাশ উদ্ধার করেন। পাশাপাশি আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর চালক ও সহকারী দ্রুত সটকে পড়েন। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চালানো হচ্ছে।