Thank you for trying Sticky AMP!!

রংপুর বিভাগে করোনায় আরও ১২ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৭

করোনাভাইরাসের প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১২ জন মারা গেছেন। এ সময়ে ৩ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৮৩৭ জন। শনাক্তের হার ২৬ দশমিক ৯২ শতাংশ। আজ মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ জন মারা গেছেন। এর মধ্যে রংপুর জেলায় সর্বোচ্চ ৪ জন, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলায় ২ জন করে, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর ও গাইবান্ধায় ১ জন করে রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ৩ হাজার ১০৯ জনের নমুনা পরীক্ষা করে ৮৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে দিনাজপুর জেলায় সর্বোচ্চ ২০৯ জন, রংপুরের ১৬১ জন, কুড়িগ্রামের ১০১ জন, নীলফামারীর ৮১ জন, ঠাকুরগাঁওয়ের ১১৩ জন, গাইবান্ধার ৬২ জন, পঞ্চগড়ের ৯০ জন ও লালমনিরহাটের ২০ জন। এ নিয়ে বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৪১ হাজার ৫৮১।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ১২ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৮৬৬। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ২৬০ জন, রংপুরের ১৮৪ জন, ঠাকুরগাঁওয়ের ১৬৫ জন, পঞ্চগড়ের ৫৪ জন, নীলফামারীর ৬৪ জন, লালমনিরহাটের ৫২ জন, কুড়িগ্রামের ৪৭ জন ও গাইবান্ধার ৪০ জন।

এ বিষয়ে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক মোতাহরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।