Thank you for trying Sticky AMP!!

রংপুর বিভাগে করোনায় আরও ১৫ জনের মৃত্যু

করোনাভাইরাসের প্রতীকী ছবি

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জন মারা গেছেন। একই সঙ্গে ১ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৩২৬ জন। সুস্থ হয়েছেন ৩৪৩ জন। শনাক্তের হার ২৫ দশমিক ২৭ শতাংশ।

আজ শনিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল শুক্রবার থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে নীলফামারী জেলায় সর্বোচ্চ ৪ জন। ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে ৩ জন করে, পঞ্চগড় ও দিনাজপুরে ২ জন করে ও রংপুরে ১ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৪ ঘণ্টায় ১ হাজার ২৯০ জনের নমুনা পরীক্ষা করে ৩২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও জেলায় সর্বোচ্চ ১০৪ জন, রংপুরের ৩৭, দিনাজপুরে ৪৪, নীলফামারীতে ৫৭, পঞ্চগড়ে ৩০, কুড়িগ্রামে ২১, লালমনিরহাটে ৯ ও গাইবান্ধার ২৪ জন।

এ নিয়ে বিভাগে করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৩৯ হাজার ১৪৬।

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, নতুন ১৫ জন নিয়ে বিভাগে করোনা সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৮২২। এর মধ্যে দিনাজপুর জেলার সর্বোচ্চ ২৫৪ জন। রংপুরে ১৬৯, ঠাকুরগাঁওয়ে ১৫৭, পঞ্চগড়ে ৪৯, নীলফামারীতে ৬৩, লালমনিরহাটে ৪৭, কুড়িগ্রামে ৪৫ ও গাইবান্ধার ৩৮ জন।