Thank you for trying Sticky AMP!!

রংপুর বিভাগে করোনায় আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৮

করোনা ভাইরাসের প্রতীকী ছবি

রংপুর বিভাগে করোনায় এক দিনের ব্যবধানে আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে ঠাকুরগাঁওয়ের দুজন এবং রংপুর, দিনাজপুর ও পঞ্চগড়ের একজন করে।

এদিকে এ সময়ে ৭৪৬ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্ত হয়েছেন আরও ২৫৮ জন। এ নিয়ে বিভাগে মোট করোনায় শনাক্ত হয়েছেন ২২ হাজার ৩৫৩ জন। অন্যদিকে, এ বিভাগে মোট করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬৬ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭ জন।

আজ রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের পাঠানো দেওয়া প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ৭৪৬ জনের। এর মধ্যে শনাক্ত হওয়া ২৫৮ জনের মধ্যে দিনাজপুর জেলার ১১০ জন, ঠাকুরগাঁওয়ের ৬৯ জন, নীলফামারীর ৭ জন, পঞ্চগড়ের ৫ জন, কুড়িগ্রামের ২৬ জন, লালমনিরহাটের ১২ জন, গাইবান্ধার ১৩ জন ও রংপুরের ১৬ জন।

বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ৪৬৬ জনের মধ্যে দিনাজপুর জেলার ১৬৯ জন, রংপুরের ১০৭ জন, ঠাকুরগাঁওয়ের ৬২ জন, পঞ্চগড়ের ২১ জন, নীলফামারীর ৩৮ জন, লালমনিরহাটের ১৯ জন, কুড়িগ্রামের ২৭ জন ও গাইবান্ধার ২৩ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করে করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।