Thank you for trying Sticky AMP!!

রংপুর বিভাগে করোনায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত ২৫৭

করোনাভাইরাসের প্রতীকী ছবি

রংপুর বিভাগে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এক দিনের ব্যবধানে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত আরও আটজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে দিনাজপুরের তিনজন, ঠাকুরগাঁওয়ের তিন, রংপুরের এক ও কুড়িগ্রামের একজন।

একই সময়ে এ বিভাগে ৬৬০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্ত হয়েছে আরও ২৫৭ জন। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছে ২২ হাজার ৯৫ জনের। অন্যদিকে, এ বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪৬১ জন। এ ছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৩ জন।

আজ রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলামের পাঠানো দেওয়া প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা গেছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে নমুনা পরীক্ষা হয়েছে ৬৬০ জনের। শনাক্ত হওয়া ২৫৭ জনের মধ্যে দিনাজপুর জেলার ১২৩ জন, ঠাকুরগাঁওয়ের ৭৭, নীলফামারীর ৫, পঞ্চগড়ের ৫, কুড়িগ্রামের ২২, লালমনিরহাটের ১, গাইবান্ধার ১২ ও রংপুরের ১২ জন।

বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা যাওয়া ৪৬১ জনের মধ্যে দিনাজপুর জেলার ১৬৮ জন, রংপুরের ১০৬, ঠাকুরগাঁওয়ের ৬০, পঞ্চগড়ের ২০, নীলফামারীর ৩৮, লালমনিরহাটের ১৯, কুড়িগ্রামের ২৭ ও গাইবান্ধার ২৩ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আবু মো. জাকিরুল ইসলাম করোনার সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।