Thank you for trying Sticky AMP!!

রাউজানে নতুন করে ১০ জনের করোনা শনাক্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজান উপজেলায় এবার ২৮ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফলাফলে এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে উপজেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৪২।

এর আগে গত সোমবারের ফলে ২৬ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বুধবার ১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। শুক্রবার করোনা শনাক্ত হয় আরও ১০ জনের। এ নিয়ে উপজেলার করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা ১৪২।

আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাউজান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর আলম দীন। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, গত এক সপ্তাহের করোনার নমুনা পরীক্ষার ফল চরম আতঙ্ক সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, যাঁদের শরীরে উপসর্গ আছে, ও রকম রোগীরই বেশি নমুনা নেওয়া হয়।

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯ জুন রাউজানের ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।