Thank you for trying Sticky AMP!!

রাজশাহীতে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কোভিড–১৯–এর উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে একজন শিক্ষক ও আজ শুক্রবার সকালে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। শিক্ষকের (৫০) বাড়ি নওগাঁয়। গৃহিণীর (৪৫) বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত তিনটার দিকে নওগাঁর ওই শিক্ষক মারা গেছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। ওই দিন রাত দুইটার দিকে জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পরে করোনা পরীক্ষায় জানা গেছে, তিনি করোনা পজিটিভ ছিলেন না।

অন্যদিকে, আজ সকাল সাতটার দিকে ওই নারীর মৃত্যু হয়। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তিনি ৯ জুন জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর নমুনা পরীক্ষায় জানা গেছে, তিনি করোনা পজিটিভ ছিলেন না।