Thank you for trying Sticky AMP!!

রাজশাহীতে কোভিডে আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

রাজশাহী জেলায় কোভিড-১৯–এ আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে রাজশাহী নগর ‘হটস্পট’ হয়ে দাঁড়িয়েছে। শুধু নগরেই রোগী শনাক্ত হয়েছে ৩৫৫ জন। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৫ জন।

আজ রোববার জেলা সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সিভিল সার্জন দপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, রাজশাহী জেলায় প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল। এই জেলায় প্রথম আড়াই শ রোগী শনাক্ত হয় ২১ জুন, ৬৯তম দিনে। পরের আড়াই শ রোগী শনাক্ত হন, ২৭ জুন শনিবার ৭৫তম দিনে। অর্থাৎ, এই জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে মাত্র ছয় দিনে।

সিভিল সার্জন মোহা. এনামুল হক জানান, গতকাল জেলায় নতুন করে আরও ৪৫ জন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী নগরে রয়েছে ৪০ জন। তাঁদের মধ্যে চিকিৎসক, নার্সও রয়েছেন। নতুন এই ৪৫ রোগী শনাক্ত হওয়াতে রাজশাহী জেলাতে মোট রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫১৩। আর নগরে রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৫।

সিভিল সার্জন আরও জানান, গতকাল পর্যন্ত রাজশাহী জেলায় মারা গেছেন সাতজন। এর মধ্যে রাজশাহী নগরে মারা গেছেন তিনজন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৮ জন।