Thank you for trying Sticky AMP!!

রাজশাহীতে কোভিড রোগী দেড় হাজার ছাড়াল

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

রাজশাহী জেলায় সংক্রমণের ৮৭তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা দেড় হাজার ছাড়িয়ে গেছে। এ জেলায় প্রথম কোভিড রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল। গত ২৪ ঘণ্টায় এ জেলায় নতুন করে কোভিড রোগী শনাক্ত হয়েছে ৪৩ জন। আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী জেলা সিভিল সার্জন মোহা. এনামুল হক।

সিভিল সার্জন দপ্তর থেকে পাঠানো তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই জেলায় প্রথম রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল। প্রথম ১০০ রোগী শনাক্ত হয় গত ১০ জুন ৫৯তম দিনে। ২৫০ রোগী শনাক্ত হয় গত ২১ জুন ৬৯তম দিনে। ৫০০ রোগী শনাক্ত হয় গত ২৭ জুন ৭৫তম দিনে। এক হাজার রোগী শনাক্ত হয়েছে গত ৪ জুলাই ৮১তম দিনে। আর শেষ ৫০০ রোগী অর্থাৎ ১ হাজার ৫০০ রোগী শনাক্ত হয় গতকাল শুক্রবার ৮৭তম দিনে। শেষ ৫০০ রোগী শনাক্ত হয়েছে মাত্র ৬ দিনে।

সিভিল সার্জন বলেন, রাজশাহীর দুটি ল্যাবে গতকাল শুক্রবার এই জেলার ৪৩ জনের কোভিড–১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১২ জনে। গতকাল শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছে ৩২১ জন এবং মারা গেছেন ১৪ জন।