Thank you for trying Sticky AMP!!

রাজশাহীতে শিক্ষানবিশ এএসপি করোনায় আক্রান্ত

করোনাভাইরাস। প্রতীকী ছবি

রাজশাহীতে পুলিশের একজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার কোভিড-১৯–এ আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর ফলাফল পজিটিভ আসে। 

আজ সোমবার রাজশাহী জেলার সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্য নিশ্চিত করেন।

গত ৪ মে জেলার তানোর থানার একজন পুলিশ সদস্যসহ পরিচ্ছন্নতাকর্মী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। গত ২১ মে তাঁরা করোনামুক্ত হয়ে কাজে ফেরেন। ২৮ মে ঢাকাফেরত একজন পুলিশ সদস্য কোভিডে আক্রান্ত হন। তিনি রাজশাহী পুলিশ লাইনসে আইসোলেশনে চিকিৎসাধীন।
সিভিল সার্জন মোহা. এনামুল হক বলেন, গত ৩০ মে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির ওই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের নমুনা সংগ্রহ করা হয়। গতকাল রাতে পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. ইফতে খায়ের আলম বলেন, ওই শিক্ষানবিশ সদস্য রাজশাহী পুলিশ লাইনসে আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা ভালো।

রাজশাহী জেলায় গতকাল রোববার পর্যন্ত ৫৪ জন কোভিড রোগী শনাক্ত হলেন। তাঁদের মধ্যে দুজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১৩ জন।