Thank you for trying Sticky AMP!!

রাজশাহী নগরে এক দিনে ৯৪ জনের কোভিড সংক্রমণ

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

রাজশাহী সিটি করপোরেশন এলাকায় এক দিনে ৯৪ জনের মধ্যে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। এর আগে ২ জুলাই শুধু সিটি করপোরেশনেই ২৪ ঘণ্টায় ১১০ জনের কোভিড শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় রাজশাহী জেলা ও নগর মিলিয়ে ১০৪ জনের কোভিড শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সিভিল সার্জন মোহা. এনামুল হক এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় রাজশাহীর দুটি ল্যাবে নমুনা পরীক্ষার এই জেলার ১০৪ জনের মধ্যে কোভিড শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের রয়েছেন ৯৪ জন আর রাজশাহী জেলার ১০ জন। নতুন আক্রান্ত ব্যক্তিদের নিয়ে রাজশাহী জেলা ও নগর মিলিয়ে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৮। আর শুধু রাজশাহী সিটিতে এ রোগীর সংখ্যা ৯৬৩। নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে চারজন চিকিৎসকসহ নার্স, পুলিশ, র‍্যাব সদস্য রয়েছেন।

সিভিল সার্জন মোহা. এনামুল হক আরও জানান, রাজশাহী জেলায় গতকাল সোমবার পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭১ জন; বিপরীতে মারা গেছেন ১২ জন। তবে গতকাল রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কোভিড রোগীর সংখ্যা এখানে যুক্ত করা হয়নি।