Thank you for trying Sticky AMP!!

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৩৭৮ জনের করোনা শনাক্ত, ৮ জনের মৃত্যু

করোনাভাইরাস

রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে করোনায় সংক্রমিত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমা আক্তার স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রতিবেদন সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় রাজশাহী বিভাগে ৩৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৬৬২। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে রাজশাহী জেলায় ১৪২ জনের। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৯৮ জন, নওগাঁয় ২৩, নাটোরে ১৪, জয়পুরহাটে ৫০, বগুড়ায় ২০, সিরাজগঞ্জে ২২ ও পাবনায় ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার স্বাস্থ্য বিভাগের পাঠানো প্রতিবেদনে ১ দিনে সর্বোচ্চ শনাক্ত ছিল ৪২৭ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বিভাগে আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে। আগের দিন সরকারি হিসাবে ৫ জন মারা গেলেও গত ২৪ ঘণ্টায় বিভাগে মারা গেছেন ৮ জন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৫৭৭ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে করোনার ‘হটস্পট’ চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা ৫ জন। এ ছাড়া বাকি তিনজন রাজশাহী, বগুড়া ও জয়পুরহাটের বাসিন্দা। বিভাগের মোট মৃত্যুর তালিকায় সর্বোচ্চ ৩১৬ জনের মৃত্যু হয়েছে বগুড়া জেলায়। দ্বিতীয় সর্বোচ্চ ৮৮ জন মারা গেছেন রাজশাহীতে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে ৪৫ জন, নওগাঁয় ৪৩, নাটোরে ২৭, জয়পুরহাটে ১২, সিরাজগঞ্জে ২৪ ও পাবনায় ২২ জনের মৃত্যু হয়েছে।