Thank you for trying Sticky AMP!!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সরাসরি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সরাসরি নেওয়া হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের ২৫২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সকালে বিশ্ববিদ্যালয়টির শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ওই সভা হয়। এতে উপাচার্য এম আবদুস সোবহান সভাপতিত্ব করেন। সভায় জুম অ্যাপের মাধ্যমে শিক্ষকেরা যুক্ত ছিলেন।

বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তর জানায়, শিক্ষা পরিষদের সভায় শিক্ষার্থীদের সশরীর উপস্থিতির মাধ্যমে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত কমিটি পরীক্ষাপদ্ধতির বিস্তারিত পরে নির্ধারণ করবে।

জনসংযোগ দপ্তরের প্রশাসক আজিজুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।