Thank you for trying Sticky AMP!!

রানীনগরে বেশি দামে তেল বিক্রি করায় জরিমানা

নওগাঁ জেলার মানচিত্র

নওগাঁর রানীনগর উপজেলায় কেনা দামের চেয়ে কেজিতে ৩৫ টাকা বেশি দামে (খোলা) সয়াবিন তেল বিক্রির অপরাধে এক দোকানমালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে আরেক দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বুধবার দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন অভিযান চালিয়ে এই জরিমানা করেন।

জেলা কার্যালয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চলিয়ে আবাদপুকুর বাজারের আকাশ স্টোরের মালিক ১৭৫ টাকা কেজিতে খোলা সয়াবিন তেল কেনেন। কিন্তু তিনি অতিরিক্ত মুনাফার আশায় ২১০ টাকা কেজিতে তেল বিক্রি করছিলেন। এই অপরাধে দোকানমালিক মোফাজ্জল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় কেনা দামের চেয়ে কেজিতে পাঁচ টাকা বেশি মূল্যে চার ড্রাম সয়াবিন তেল উপস্থিত সাধারণ ভোক্তাদের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়। অভিযানে একই বাজারে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে সাথী স্টোরের মালিক শাহজাহান আলীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুল মান্নান ও আবাদপুকুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।