Thank you for trying Sticky AMP!!

রূপপুরে বেলারুশ নাগরিকের মৃত্যু

ছবিটি প্রতীকী

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক বেলারুশ নাগরিকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম ইহার বেলাহু (৪৯)। তিনি রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ট্রেট রোশেম লিমিটেডের’ উপপরিচালক ছিলেন।

গতকাল সন্ধ্যায় বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর রাতে তিনি মারা যান। পরে তাঁর মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, ইহার বেলাহু বেশ কিছুদিন ধরে হৃদ্‌রোগে ভুগছিলেন। সন্ধ্যায় বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাঁকে প্রকল্পের স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাত ৯টার দিকে তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার বলেন, ময়নাতদন্তের পর মৃতদেহটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখার ব্যবস্থা করা হচ্ছে। পরে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে নিজ দেশে পাঠানো হবে।