Thank you for trying Sticky AMP!!

রেললাইনে ফাটল, লাল কাপড় ওড়ানোয় থামল ট্রেন

রেললাইনে ফাটল দেখে লাল কাপড় উড়িয়ে ট্রেন থামানো হয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অল্পের জন্য দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী ট্রেন নীলসাগর এক্সপ্রেস। আজ শনিবার বেলা ১১টার দিকে পথচারীদের ওড়ানো লাল কাপড় দেখে ট্রেনটি থেমে যায়। এর ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ট্রেনের যাত্রীরা।

স্থানীয় রেলওয়ে সূত্রে জানা যায়, সকালে উল্লাপাড়া রেলস্টেশন থেকে ৪০০ গজ পূর্বে রেলসেতুর পশ্চিম পাশে রেললাইনে ফাটল দেখেন এক যুবক। তিনি বিষয়টি পাশের গ্রামের সাদ্দাম ও ওমর ফারুক নামের দুজনকে জানান। পরে তাঁরা রেলপথে লাল কাপড় টাঙিয়ে দেন এবং দ্রুত উল্লাপাড়া রেলওয়ের স্টেশনমাস্টার রফিকুল ইসলামকে জানান। দূর থেকে লাল কাপড় টাঙানো দেখে ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে ফেলেন। এ সময় ওই ট্রেনে তিন শতাধিক যাত্রী ছিলেন।

এ বিষয়ে স্টেশনমাস্টার রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলের পাশেই রেলপথ সংস্কারের কাজ করছিলেন কর্মীরা। ট্রেন থামার সঙ্গে সঙ্গে সেখান থেকে কর্মীরা এসে দ্রুত রেলপথ মেরামত করেন। এ ঘটনায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকার পর তা স্বাভাবিক হয়।