Thank you for trying Sticky AMP!!

রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে নিহত

ট্রেন দুর্ঘটনা

নরসিংদীর রায়পুরার মেথিকান্দায় উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রায়পুরার মেথিকান্দা স্টেশনের প্রায় দুই কিলোমিটার দূরে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। পরে বেলা একটার দিকে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে।

ট্রেনে কাটা পড়ে নিহত মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তির নাম খোকা মিয়া (৪২)। তিনি রায়পুরার পলাশতলী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে। ট্রেনে কাটা পড়ার আগে খোকা মিয়া ওই রেললাইন ধরে হাঁটছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও সংশ্লিষ্ট স্টেশন সূত্র বলছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বেলা সাড়ে ১১টার দিকে মেথিকান্দা স্টেশনের প্রায় দুই কিলোমিটার সামনে কমলপুর এলাকা অতিক্রম করার সময় ট্রেনটির নিচে কাটা পড়েন খোকা মিয়া। এ সময় তাঁর মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তাঁর হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমায়েদুল জাহিদী জানান, নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই খোকা মিয়ার লাশ হস্তান্তর করা হয়েছে।