Thank you for trying Sticky AMP!!

রেলসেতুর স্লিপারে আগুন, ৯৯৯-এ ফোন

রেলের স্লিপারে লাগা আগুন নিয়ন্ত্রণ করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার কুমারখালীতে

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের ওপর নির্মিত রেলসেতুর স্লিপারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় লোকজন গড়াই রেলসেতুতে ধোঁয়া বের হতে দেখেন। তখন ৯৯৯–এ ফোন দিয়ে কুমারখালী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে দ্রুত পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। স্থানীয় লোকজন বলছেন, বিভিন্ন সময়ে মানুষ এখানে বিনোদনের জন্য ঘুরতে আসেন। তাঁদের অনেকে ধূমপান করেন। হয়তো সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে।

কুমারখালী ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল হালিম বলেন, সকাল ৭টা ৩৫ মিনিটে ৯৯৯-এ ফোনের মাধ্যমে তাঁরা রেলের স্লিপারে আগুন লাগার খবর পান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার স্টিংগুইশার ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।