Thank you for trying Sticky AMP!!

লক্ষ্মীপুরে করোনার সংক্রমণ ২০০০ ছাড়াল

লক্ষ্মীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৫ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৬ জন। মারা গেছেন ৩৭ জন।

লক্ষ্মীপুর জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও সিভিল সার্জন মো. আব্দুল গাফ্ফার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, আক্রান্ত মানুষের সংখ্যা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। সংক্রমণের বিস্তার রোধে লোকজনকে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এপ্রিল মাসে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত হন ৪৩ জন। মে মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৯৬ জনে। জুন মাসে বেড়ে দাঁড়ায় ৮২৩ জন। আর জুলাই মাসে আরও বেড়ে হয় ১ হাজার ৪১৭ জন। আগস্ট মাসে মোট আক্রান্তের সংখ্যা হয় ১ হাজার ৯৪০ জন।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, জেলা থেকে এ পর্যন্ত ১০ হাজার ১৫৮টি নমুনা সংগ্রহ হয়। এর মধ্যে ফলাফল এসেছে ৯ হাজার ৯৫২টির।