Thank you for trying Sticky AMP!!

লক্ষ্মীপুরে স্ত্রীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে বাদল দেব নাথকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামি বাদল আদালতে উপস্থিত ছিলেন।

বাদল রায়পুর পৌর শহরের দেনায়েতপুর গ্রামের বাসিন্দা ও পৌর শহরের ওষুধ ব্যবসায়ী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৯ সেপ্টেম্বর দুপুরে দেনায়েতপুর গ্রামে বাদল দেব নাথ তাঁর নিজ বাড়িতে স্ত্রী অঙ্কিতা দেবনাথকে হত্যার পর ফ্যানের সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার অপপ্রচার চালান। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তে হত্যার আলামত পায়।

পরে রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদ বাদী হয়ে অভিযুক্ত স্বামীকে আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় ২০১৬ সালের ১ সেপ্টেম্বর পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) জসিম উদ্দিন বলেন, দীর্ঘ শুনানি ও ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বাদল দেব নাথ দোষী প্রমাণিত হন। এ জন্য আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।