Thank you for trying Sticky AMP!!

লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে পড়ে নিখোঁজ

মুন্সিগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ট্রলার থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে উপজেলার মিরেশ্বরাই এলাকার ধলেশ্বরী নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ থাকা ব্যক্তির নাম মো. জয়নাল আবেদিন (৪০)। তিনি সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের রামেরগাও গ্রামের আইউব মুন্সীর ছেলে।

দুর্ঘটনার পর মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু ইউসুফ বিকেল পৌনে চারটার দিকে প্রথম আলোকে বলেন, ঢাকা থেকে ডুবুরি দল এসেছে।

ঢাকা থেকে ডুবুরি দল এসেছে। মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

আবু ইউসুফ বলেন, সকাল ৭টার দিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর ফেরিঘাট থেকে সবজি বোঝাই করে ট্রলারটি নারায়ণগঞ্জের উদ্দেশে রওনা দেয়। এ সময় নদীতে প্রচণ্ড কুয়াশা ছিল। সামান্য দূরেই স্পষ্ট দেখা যাচ্ছিল না। ওই ট্রলারে জয়নাল আবেদিন ছাড়া আরও চারজন ছিলেন। ট্রলারটি মিরেশ্বরাই বাজারের সামনে এলে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহী লঞ্চ ধাক্কা দেয়। এতে ওই ট্রলারের ৫ জন যাত্রী পানিতে পড়ে যান। চারজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও জয়নাল নিখোঁজ রয়েছেন।