Thank you for trying Sticky AMP!!

লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় ডুবে গেল গরুবোঝাই ট্রলার

মুন্সিগঞ্জের লৌহজংয়ের ডহরি খালে ডুবে যাওয়া ট্রলার থেকে উদ্ধার করা গরু। আজ শুক্রবার দুপুরে তোলা ছবি।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ডহরী খালে বাল্কহেডের ধাক্কায় গরুবাহী একটি ট্রলার ডুবে গেছে। আজ শুক্রবার বেলা ১টার দিকে উপজেলার শামুরবাড়ি ডহরী গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ট্রলারডুবিতে একটি গরুর মৃত্যু ও পাঁচটি গরু নিখোঁজ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে সিরাজগঞ্জ থেকে ৩১টি গরু নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জের একটি কোরবানির হাটের দিকে যাচ্ছিল। ওই সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ডহরী খালে ট্রলারটি ডুবে যায়।

পরে স্থানীয় লোকজন খাল থেকে জীবিত অবস্থায় ২৪টি গরু তীরে নিয়ে আসতে সক্ষম হন। নৌ পুলিশ এখনো নিখোঁজ গরুগুলো উদ্ধারের চেষ্টা করছে। ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নিতে ফায়ার সার্ভিসের কর্মীরা রওনা হয়েছেন।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, ট্রলারডুবির পর খাল থেকে একটি মৃত গরু উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৫টি গরু। এ ছাড়া ২৪টি জীবিত গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ট্রলারের চালকসহ ৩ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁরা সামান্য আহত হয়েছেন। তবে ট্রলারডুবির ঘটনায় কেউ নিখোঁজ নেই।