Thank you for trying Sticky AMP!!

শাহজাদপুরে ১৩৪ বস্তা সরকারি চালসহ তিনজন আটক

শাহজাদপুরে রোববার খাদ্যবান্ধব কর্মসূচির ১৩৪ বস্তা চালসহ তিনজনকে আটক করেছে পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় ট্রাকে করে পাচারের সময় খাদ্যবান্ধব কর্মসূচির (প্রতি কেজি ১০ টাকা) ১৩৪ বস্তা চালসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার ভোরে উপজেলার কৈজুরী বাজার থেকে তাঁদের আটক করা হয়।

আটক তিনজন হলেন উল্লাপাড়া উপজেলায় পাড় সনতলা গ্রামের মতিয়ার রহমানের ছেলে ট্রাকচালক রুবেল হোসেন (৩০), একই গ্রামের মোক্তার হোসেনের ছেলে চালকের সহকারী মো. আলম (৩৬) ও নাগ রৌহা গ্রামের কামরুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৪৫)। ট্রাকভর্তি চাল থানা হেফাজতে রাখা হয়েছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে কৈজুরী বাজারের পশ্চিম পাশের বাঁধ এলাকা থেকে ট্রাকে ১৩৪ বস্তা (৮ মেট্রিক টন) চাল ওঠানো হয়েছিল। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে থানা-পুলিশকে জানান। তখন পুলিশ অভিযান চালিয়ে গাড়ির চালক, তাঁর সহকারীসহ তিনজনকে আটক করে। পরে ট্রাকভর্তি চাল থানায় নেওয়া হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ আজ বিকেলে জানান, আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, কৈজুরী বাজার থেকে এই চাল নেওয়া হচ্ছিল নাটোরের দিকে। এ ঘটনায় শাহজাদপুর উপজেলা খাদ্য কর্মকর্তা বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।