Thank you for trying Sticky AMP!!

শিরোইল পুলিশ ফাঁড়ির লকডাউন প্রত্যাহার

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে রাজশাহী নগরের বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ তাঁর পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় ফাঁড়িটির লকডাউন প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে কোয়ারেন্টিনে থাকা ফাঁড়ির কর্মরত ১৮ জন পুলিশ সদস্য কর্মস্থলে ফিরেছেন। তাঁরা আজ বৃহস্পতিবার সকালে কাজে যোগ দিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন।

ওসি আরও জানান, ২৩ মে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোশারফ হোসেন নামের একজন এসআইয়ের মৃত্যু হয়। তাঁর স্ত্রীর ছোট ভাই (শ্যালক) ছিলেন শিরোইল ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান। তিনি অসুস্থ ভগ্নিপতিকে দেখতে গিয়েছিলেন। এতে তিনিসহ ফাঁড়ির সদস্যরা করোনায় সংক্রমিত হতে পারেন—এমন সন্দেহে তাঁদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়। ২৪ মে সকাল থেকে ফাঁড়িটিকে লকডাউন ঘোষণা করা হয়। গতকাল বুধবার ফাঁড়ির ইনচার্জসহ তাঁর পরিবারের চার সদস্যের নমুনা পরীক্ষা করা হয়। সবার ফলাফল নেগেটিভ আসে। ফলে ফাঁড়িটির স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।