Thank you for trying Sticky AMP!!

শিশুদের বাড়িতে খেলনা পৌছে দিলেন 'খসরু মামা'

শিশুদের বাড়ি গিয়ে খেলনাসামগ্রী পৌছে দেন আব্দুল লতিফ খসরু। মঙ্গলবার বিকেলে পিরোজপুরের কাউখালী উপজেলা সদরের উত্তর বাজার এলাকায়। ছবি: প্রথম আলো

বাংলা নববর্ষের প্রথম দিয়ে হাট বাজারে মেলা বসত। শিশুরা মেলা থেকে হরেক রকম খেলনা কিনত। করোনাভাইরাসের সংক্রমণ থেকে পরিত্রাণ পেতে শিশুরা এখন ঘরে থাকছে। বসেনি কোথাও বৈশাখী মেলা। পিরোজপুরের কাউখালী শহরের পরিচিত মুখ আবদুল লতিফ খসরু শিশুদের বাড়ি গিয়ে পৌঁছে দিলেন খেলনা সামগ্রী। খসরু মামার কাছ থেকে উপহার পেয়ে শিশুরা খুশি।

আজ মঙ্গলবার বিকেলে আবদুল লতিফ (খসরু) কাউখালী শহরের উত্তর বাজার বালুর মাঠ এলাকার ২০ শিশুর বাড়িতে গিয়ে খেলনা সামগ্রী উপহার দেন। প্রতিবন্ধী ও শিশুদের নিয়ে কাজ করার কারণে তাঁর কাছে বেশ কিছু খেলনা সামগ্রী ছিল। ওই খেলনাগুলো শিশুদের মধ্যে বিতরণ করেন। আবদুল লতিফের এই উদ্যোগে শিশুদের পাশাপাশি খুশি হয়েছেন তাদের অভিভাবকেরা। আবদুল লতিফ কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি। তিনি কাউখালী প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা।

কাউখালী উত্তর বাজারের মেরী বিশ্বাস (৮) বলে, ‘খসরু মামা আমাদের খুব ভালোবাসেন। তিনি আমাদের চকলেট কিনে দেন। আজ তিনি আমাকে বাড়িতে এসে একটি বাঁশি দিয়ে গেছেন। আমি মামার উপহার পেয়ে খুব খুশি হয়েছি।,

আবদুল লতিফ খসরু বলেন, ‘শিশুরা আমাকে ভালোবাসে। তাঁরা আমাকে মামা বলে ডাকে। দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে পয়লা বৈশাখে শিশুদের বাবা মা সন্তানদের খেলনা সামগ্রী উপহার দিত। আজ সবাই ঘরে বসে আছে। শিশুদের মন খারাপ। আমি তাই তাদের জন্য উপহার নিয়ে বাড়ি গিয়েছি। আমার সামান্য উপহার পেয়ে শিশুদের মুখে হাসি ফুটেছে।’