Thank you for trying Sticky AMP!!

শেরপুরে গুদাম থেকে ১৯৬২ লিটার সয়াবিন তেল উদ্ধার, জরিমানা ২৫ হাজার

ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ হাজার ৯৬২ লিটার সয়াবিন তেল উদ্ধার করেন। বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর বাজারে

বগুড়ার শেরপুর উপজেলায় একটি দোকানের গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৯৬২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। এ সময় দোকানমালিক আবদুর রাজ্জাককে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার রাত সাড়ে আটটায় উপজেলার মির্জাপুর বাজারে রুখসানা স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন। জরিমানার পর দোকানমালিক আবদুর রাজ্জাক তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেশি দামে বিক্রির লক্ষ্যে মির্জাপুর বাজারে রুখসানা স্টোরের গুদামে মজুত করে রাখা ছিল সয়াবিন তেল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ হাজার ৯৬২ লিটার সয়াবিন তেল উদ্ধার করেন। এ সময় বোতলের গায়ের লেখা ১৬০ টাকা অনুযায়ী ১ হাজার ২০০ লিটার তেল উপস্থিত ক্রেতাদের মধ্যে বিক্রি করা হয়। অবশিষ্ট তেল প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।