Thank you for trying Sticky AMP!!

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

প্রতীকী ছবি

করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল চারটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন ১৬০ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩২ জন।
মারা যাওয়া নারীর নাম বিপাশা দাস (৩৪)। তিনি আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের চাপড়া রামদেবকাটি গ্রামের বীরেন্দ্র নাথ দাসের স্ত্রী।

হাসপাতালের মেডিসিন-বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে সাড়ে সাত মাসের অন্তঃসত্ত্বা বিপাশা দাস বুধবার দুপুর ১২টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। ভর্তির পরপরই তাঁর নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়।

সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন শাফায়াত জানান, স্বাস্থ্যবিধি মেনে ওই নারীর লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।