Thank you for trying Sticky AMP!!

সাতক্ষীরায় করোনায় সংক্রমিতের ৭৫ শতাংশ সুস্থ

করোনাভাইরাস। প্রতীকী ছবি

সাতক্ষীরা জেলায় করোনায় সংক্রমিতদের শতকরা ৭৫ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। আজ রোববার পর্যন্ত জেলায় ৭৯২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৯৫ জন। মারা গেছেন ২৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার প্রায় ৩ শতাংশ। সাতক্ষীরার সিভিল সার্জন হুসাইন সাফায়েত এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সাতক্ষীরায় গত ৩০ এপ্রিল প্রথম তালা উপজেলার নগরঘাটা এলাকার বেসরকারি সংস্থার একজন কর্মকর্তার করোনা শনাক্ত হয়। করোনার সংক্রমণ নিয়ে জেলায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ২৩ জুন। ওই দিন দেবহাটা উপজেলায় একজন বৃদ্ধ মারা যান। জেলায় ৩০ এপ্রিল থেকে ৮ আগস্ট পর্যন্ত কোভিড শনাক্ত হয়েছে ৭৯২ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৯৫ জন, যা আক্রান্ত রোগীর শতকরা ৭৫ শতাংশ।

করোনা রোগীর জন্য নির্ধারিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক রফিকুল ইসলাম জানান, করোনা উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে মারা গেছেন ৬৪ জন। এর মধ্যে পরবর্তী সময়ে নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা পজিটিভ প্রতিবেদন আসে। অন্যদের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়নি। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা সংক্রমিত মানুষের সংখ্যা ১৭৪ জন। এর মধ্যে ১৯ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।