Thank you for trying Sticky AMP!!

সাতক্ষীরায় পুলিশ কর্মকর্তাসহ আরও ২৭ জনের করোনা শনাক্ত

ছবি রয়টার্স

সাতক্ষীরা জেলায় পুলিশের ২ কর্মকর্তাসহ আরও ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৪০। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানিয়েছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকতা জয়ন্ত সরকার বলেন, দুজন পুলিশ কর্মকর্তাসহ নতুন করে ২৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলার ১১ জন, শ্যামনগরের ৯, কলারোয়ার ৬ ও কালীগঞ্জের ১ জন রয়েছেন। তাঁদের মধ্যে ২২ জন পুরুষ ও ৫ জন নারী।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সাতক্ষীরা জেলা থেকে এ পর্যন্ত ২ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৬৮ জনের পরীক্ষার ফল পাওয়া গেছে। মোট কোভিড রোগীর সংখ্যা ২৪০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৮ জন। এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৩০ জন। এর মধ্যে ৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ২৩ জনের নেগেটিভ এসেছে। আর বাকি তিনজনের প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।