Thank you for trying Sticky AMP!!

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

সাতক্ষীরায় আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতি দমন কমিশন (দুদক ) অভিযান চালিয় শহিদুল আলম নামে এক ব্যক্তিকে আটক করে। পাসপোর্ট কার্যালয়ে দালালির অভিযোগে তাঁকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান চালানো হয়।

খুলনার দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, সাতক্ষীরা পাসপোর্ট অফিসে দালালদের মাধ্যমে বাড়তি দুই হাজার টাকা ছাড়া পাসপোর্ট করা যায় না। এমন অভিযোগ পেয়ে আজ দুপুরে সেখানে অভিযান সেখানে অভিযান চালায় দুদক। অভিযানে ঘটনাস্থলে দালালদের দৌরাত্ম্যের সত্যতা পান তাঁরা দুদক। এ সময় শহিদুল আলম নামের একজনকে দালালির অভিযোগে আটক করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়।

সাতক্ষীরার নির্বাহী ম্যাজিস্ট্রেট আকরামুল ইসলামের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শহিদুল আলমকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। শহিদুল আলম শহরের রেজিস্ট্রার অফিসপাড়া এলাকার বাশারত আলীর ছেলে।