Thank you for trying Sticky AMP!!

সাতক্ষীরা মেডিকেলে উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল

করোনাভাইরাসের প্রতীকী ছবি

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু ৫০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে এ হাসপাতালে আরও চারজন মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে জেলায় এ পর্যন্ত ৫০২ জন মারা গেছেন। আর করোনায় জেলায় এ পর্যন্ত ৮২ জন মারা গেছেন। আজ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, চলতি মাসে করোনার উপসর্গ নিয়ে ১৫২ ও করোনায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুন মাসে করোনার উপসর্গ নিয়ে ১২২ ও করোনায় ২৮ জনের মৃত্যু হয়। এখন করোনায় মৃত্যুর সংখ্যা কমলেও  উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে।

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার বলেন, শুক্রবার সকাল আটটা থেকে শনিবার রাত আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫০২।

Also Read: সাতক্ষীরায় করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় নয়জনের মৃত্যু

সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার আরও জানান, ২৩ জুলাই পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১৫২ জন। এই সময়ে করোনায় মারা গেছেন ৮ জন।

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা জানান, গত দুই মাসের মধ্যে আজ সর্বনিম্ন ১৮৩ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৩ ও উপসর্গ নিয়ে ১৭০ জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩ জন।