Thank you for trying Sticky AMP!!

সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে ওঝার মৃত্যু

পঞ্চগড়ে সাপ ধরতে গিয়ে উল্টো সাপের কামড়েই শাহিন হোসেন (৩৬) নামের এক ওঝার (সাপুড়ে) মৃত্যু হয়েছে।


আজ রোববার দুপুরে বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


শাহিনের বাড়ি পঞ্চগড়ের সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাউদ্দিন আলাল বলেন, বানিয়াপাড়া এলাকার সফিকুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়ির গোলাঘরের (ধান-চাল রাখার ঘর) পাটাতনের নিচে কয়েক দিন ধরে সাপ অবস্থান করছে এবং বাড়ির মুরগির বাচ্চা খেয়ে ফেলছে, এমন খবর এলাকায় ছড়িয়ে পড়ে। এ খবর শুনে আজ দুপুরে দুজন সহযোগীসহ ওই বাড়িতে সাপ ধরতে যান ওঝা শাহিন হোসেন। তাঁরা গোলাঘরের পাটাতনের নিচ থেকে একটি গোখরো সাপ ধরেন।

ধরার পর সাপটিকে বস্তাবন্দী করার সময় সাপটি লাফিয়ে উঠে ওঝা শাহিনের পেটে (নাভির পাশে) ছোবল দেয়। মুহূর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে তিনি তাঁর সহযোগীদের স্থানীয় এক কবিরাজকে আনতে পাঠান। এর কিছুক্ষণের মধ্যেই ওঝা শাহিন মারা যান।

শাহিনের বাবা আবদুর রহিম বলেন, সাপের কামড়েই ছেলের মৃত্যু হয়েছে। ঘটনা শোনার পর তাঁরা গিয়ে লাশ নিয়ে আসেন। বাড়িতে এনে অনেক ঝাড়ফুঁক করেও কোনো লাভ হয়নি।


কামাত কাজলদিঘি ইউপির চেয়ারম্যান মোজাহার আলী বলেন, ওঝা শাহিন হোসেন দীর্ঘদিন ধরে সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। সাপের কামড়েই তাঁর মৃত্যু হয়েছে।