Thank you for trying Sticky AMP!!

সাভারে আরেক কোভিড-১৯ রোগীর মৃত্যু

করোনাভাইরাস। ছবি: রয়টার্স

ঢাকার সাভারে এক কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নিজ বাসায় তিনি মারা যান। এ নিয়ে এই উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮ জনে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ৬২ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্যকর্মী। কয়েক বছর আগে তিনি অবসরে যান।

এদিকে সাভার ও ধামরাইয়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দুই উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৭৩১ জনে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার ৭২ জনের নমুনা সংগ্রহ করে সাভারের প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ল্যাবে পাঠানো হয়েছিল। গতকাল ১৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

এ ছাড়া ধামরাই থেকে গত সোমবার ৬২ জনের নমুনা সংগ্রহ করে একই ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ১০ জনের করোনা পজেটিভ ফল আসে।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, হামিদুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয় গত শনিবার। এর পর থেকে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল বিকেলে অবস্থার অবনতি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মারা যান।