Thank you for trying Sticky AMP!!

সাভারে বাসায় বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ

প্রতীকী ছবি

ঢাকার সাভারের আশুলিয়ায় বিস্ফোরণে শিশুসহ চারজন দগ্ধ হয়েছে। আজ বুধবার ভোরে পল্লী বিদ্যুৎ এলাকার কবরস্থান রোডের একটি বাসায় এ ঘটনা ঘটে। একতলা বাসাটির শৌচাগারের বায়োগ্যাস থেকে এ বিস্ফোরণ হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দগ্ধ ব্যক্তিরা হলেন ওই বাসার ভাড়াটে আউয়াল হোসেন (৩৫), তাঁর স্ত্রী রেনু বেগম ও তাঁদের মেয়ে আরফিয়া (১০)। এ ঘটনায় পাশের কক্ষের আফরোজা বেগম (৩০) নামের এক নারীও দগ্ধ হন। তাঁদের গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুর উপজেলায়। তাঁদের উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে ওই এলাকার হুমায়ুনের একতলা বাড়িতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিক দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁদের চারজনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

এ বিষয়ে ঢাকা জোন-৪ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল আলীম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একতলা ওই বাসার শৌচাগারের বায়োগ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। কারণ, গ্যাসের লিকেজ থেকে হলে আগুনের শিখা বেশি থাকবে। আর বায়োগ্যাসের আগুনের শিখা কম থাকবে এবং শব্দ বেশি হবে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পাশাপাশি ভবনটি ঝুঁকিপূর্ণ উল্লেখ করে ওই বাসায় না থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।