Thank you for trying Sticky AMP!!

পিরোজপুরে মঠ–মন্দিরের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। আজ সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের কঠোর হস্তে দমন করা হবে

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টাকারীদের কঠোর হস্তে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি প্রশ্ন রেখেছেন, ‘বঙ্গবন্ধুর নির্দেশে এ দেশের হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিষ্টান কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। রাম ও রহিমের রক্তে এ দেশের সবুজ প্রান্তর রঞ্জিত হয়েছিল। আজ যদি আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে না পারি, তাহলে কেন সেদিন ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছিল?’

আজ সোমবার দুপুরে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মঠ-মন্দিরের অনুদানের চেক ও আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্ত্রীর ব্যক্তিগত তহবিলের অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে।

মন্ত্রী শ ম রেজাউল বলেন, ‘স্বাধীন দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি বিশ্বসেরা সংবিধান উপহার দিয়েছিলেন। সেই সংবিধানে সব মানুষের সমতার কথা উল্লেখ করা হয়েছে।’

মন্ত্রী শ ম রেজাউল আরও বলেন, ‘বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হামদ, নাত ও শ্যামাসংগীত রচনা করেছেন। আজ পর্যন্ত কোনো কবি তাঁকে অতিক্রম করতে পারেনি। স্বাধীন দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি বিশ্বসেরা সংবিধান উপহার দিয়েছিলেন। সেই সংবিধানে সব মানুষের সমতার কথা উল্লেখ করা হয়েছে। বঙ্গবন্ধু হত্যা–পরবর্তী সময়ে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে মিলে জামায়াত-বিএনপি সরকার ধর্মীয় সংখ্যালঘুদের নানাভাবে হেনস্তা করে। মুক্তিযুদ্ধের বিরোধী কুখ্যাত শাহ আজিজ, আবদুল আলিম, সাকা চৌধুরী, মুজাহিদদের মন্ত্রী বানিয়ে শহীদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় পতাকা তাঁদের গাড়িতে তুলে দেয়।’

এ সময় আসন্ন শারদীয় দুর্গোৎসব স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করার জন্য সবার প্রতি আহ্বান জানান মন্ত্রী। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বরিশাল অঞ্চলের ট্রাস্টি সুরঞ্জিত দত্ত, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাহান খান তালুকদার, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক গৌতম চৌধুরী, জেলা মহিলা পরিষদের সভানেত্রী মনিকা মণ্ডল, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল বসু প্রমুখ।