Thank you for trying Sticky AMP!!

সাহিত্যচর্চার মাধ্যমে সমাজকে তরুণেরা আলোকিত করবে: সেলিনা হোসেন

কথাসাহিত্যিক সেলিনা হোসেনকে শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়েছে

বাংলা একাডেমির সভাপতি ও কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেছেন, সাহিত্য সংসদের মাধ্যমে জেলায় জেলায় সাহিত্য–সংস্কৃতিচর্চা বেগবান হবে। সাহিত্যচর্চার মাধ্যমে সমাজকে তরুণেরা আলোকিত করবে।

আজ শুক্রবার লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা সাহিত্য সংসদের সংবর্ধনা, কবি ও লেখক সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সেলিনা হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য এ এস এম মাকসুদ কামালকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া কবি আরিফ মঈনুদ্দিন, কবি রীনা তালুকদার, লেখক ফখরুল ইসলাম, কবি জামিল জাহাঙ্গীর ও রাজু হোসেনকে সম্মাননা দেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সভাপতি মো. সালাউদ্দিন শরীফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ। এতে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক খন্দকার ইউসুফ হোসেন প্রমুখ।