Thank you for trying Sticky AMP!!

সিংড়ায় ছয়টি পরিবার লকডাউন

প্রতীকী ছবি

নাটোরের সিংড়া উপজেলার কয়েকটি গ্রামে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা ছয়টি পরিবারকে লকডাউন করা হয়েছে। সোমবার বিকেলে প্রতিবেশীরা বাড়ির চারদিকে বেড়া দিয়ে লকডাউন করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, ঢাকা ও নারায়ণগঞ্জে পোশাক তৈরি ও রিকশা চালানোর কাজে নিয়োজিত ছয় ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে উপজেলার চামারী ও হাতিয়ান্দহ ইউনিয়নের নিজ নিজ গ্রামে ফিরে আসেন। আসার পরই ইউনিয়ন পরিষদ থেকে তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়। পরে তাঁদের বাড়ির চারদিকে বাঁশের বেড়া দিয়ে লকডাউন করে দেন প্রতিবেশীরা। সন্দেহভাজন লোকজন করোনায় আক্রান্ত কি না, তা নিশ্চিত হওয়ার জন্য বিকেলে তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার জন্য রাজশাহীতে পাঠানো হবে।

সিংড়ার ৫ নম্বর চামরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রশিদুল ইসলাম বলেন, ওই ছয় পরিবারে অন্তত ২১ জন সদস্য রয়েছেন। তাঁদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে।