Thank you for trying Sticky AMP!!

সিলেটের মেয়র আরিফুল কোভিড আক্রান্ত

আরিফুল হক চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় তাঁর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।

একই দিনে করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমানেরও সংক্রমণ শনাক্ত হয়েছে।

প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান আজ শুক্রবার সকাল নয়টায় মেয়র ও তাঁর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাসের প্রাথমিক কিছু উপসর্গ জ্বর-সর্দি থাকায় গতকাল সকালে তাঁরা নমুনা জমা দেন। নমুনা পরীক্ষা শেষে গতকাল রাত নয়টার দিকে তাঁরা জানতে পেরেছেন, তাঁদের ফল পজিটিভ এসেছে। এখন বাসাতেই তাঁরা আইসোলেশনে থাকার পাশাপাশি চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, মেয়রের কাশি ও তাঁর জ্বর ছিল। তবে এখন তাঁদের কাশি ও জ্বর নেই। এরপরও তাঁরা সতর্ক থাকার পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন।

২৩ মে মেয়র আরিফুলের ব্যক্তিগত সহকারীর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। মেয়র নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকা অবস্থায় ২ জুন স্ত্রী শামা হক চৌধুরী ও বাসার এক নিরাপত্তাকর্মীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।