Thank you for trying Sticky AMP!!

সিলেটে এক দিনে তিন কোভিড-১৯ রোগীর মৃত্যু

সিলেট জেলায় এক দিনে তিন কোভিড–১৯ রোগীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে বিভিন্ন সময়ে তাঁদের মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাত একটার দিকে শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন একজনের (৫৫) মৃত্যু হয়। তাঁর বাড়ি জেলার বিয়ানীবাজার উপজেলার মাটিজুরা টুকা গ্রামে। তিনি গোলাপগঞ্জ উপজেলার আছিরগঞ্জ বাজারে পল্লি চিকিৎসক হিসেবে কাজ করতেন।

এ ছাড়া গতকাল রাতে বালাগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ৪৬ বছর বয়সী এক পুরুষ এবং সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক পুরুষ (৫৫) মারা যান।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান প্রথম আলোকে জানান, স্বাস্থ্যবিধি মেনে তাঁদের দাফন সম্পন্ন হবে। সব মিলিয়ে এখন সিলেট বিভাগের ৪ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৮ জন, মৌলভীবাজারে ২ জন ও হবিগঞ্জে ১ জন মারা গেছেন। তবে সুনামগঞ্জ জেলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।