Thank you for trying Sticky AMP!!

সিলেটে এক রাতে ছাত্রদলের ৩২ ইউনিটের কমিটি

সিলেটে এক রাতে জেলা ছাত্রদলের আওতাধীন ৩২টি ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার রাতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন ও দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আহ্বায়ক কমিটিগুলোর অনুমোদন দেন।

জেলা ছাত্রদল সূত্রে জানা গেছে, জেলা ছাত্রদলের আওতাধীন সিলেটে ৩৩টি ইউনিট রয়েছে। এর মধ্যে একটি দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে পুরোনো কমিটির নেতাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এ ছাড়া অন্যান্য ইউনিটের কমিটিগুলো ছিল মেয়াদোত্তীর্ণ। ইউনিটগুলোর নেতা-কর্মীদের মধ্যে গতিশীলতা ফিরিয়ে আনতে দীর্ঘ ৮-৯ মাস ধরে কমিটিগুলো পুনর্গঠনের প্রক্রিয়া চলছিল। এতে সিলেট জেলা ছাত্রদল, বিভাগীয় ছাত্রদল ও কেন্দ্রীয় ছাত্রদল পৃথক সাংগঠনিক কাজ করছিল। এর অংশ হিসেবে জকিগঞ্জ উপজেলা ছাত্রদল ইউনিটের কমিটি ছাড়া বুধবার রাতে একসঙ্গে ওই ৩২টি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত আহ্বায়ক কমিটিগুলোর অধিকাংশের ২১ সদস্য করা হয়েছে। এ ছাড়া আহ্বায়ক ও সদস্যসচিবকে দিয়েও কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তদের আগামী ৬০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘোষিত ৩২টি ইউনিটের কমিটিগুলোর মধ্যে ১২টি উপজেলা, ৫টি পৌরসভা শাখা ও ১৫টি কলেজ শাখার আহ্বায়ক কমিটি রয়েছে। অনুমোদিত কমিটিগুলো হচ্ছে সিলেট সদর উপজেলা, শাহ্ খুররম ডিগ্রি কলেজ, দক্ষিণ সুরমা উপজেলা, ফেঞ্চুগঞ্জ উপজেলা, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ, বালাগঞ্জ উপজেলা, বালাগঞ্জ ডিগ্রি কলেজ, বিশ্বনাথ উপজেলা, বিশ্বনাথ পৌর শাখা, বিশ্বনাথ কলেজ, ওসমানীনগর উপজেলা, তাজপুর ডিগ্রি কলেজ, গোলাপগঞ্জ উপজেলা, গোলাপগঞ্জ পৌর শাখা, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ, বিয়ানীবাজার উপজেলা, বিয়ানীবাজার পৌর শাখা, বিয়ানীবাজার সরকারি কলেজ শাখা, জৈন্তাপুর উপজেলা, জৈন্তাপুর ডিগ্রি কলেজ শাখা, তৈয়ব আলী ডিগ্রি কলেজ শাখা, হজরত শাহজালাল ডিগ্রি কলেজ শাখা, গোয়াইনঘাট উপজেলা শাখা, গোয়াইনঘাট সরকারি কলেজ শাখা, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজ শাখা, জকিগঞ্জ পৌর শাখা, ইছামতী ডিগ্রি কলেজ শাখা, কানাইঘাট উপজেলা শাখা, কানাইঘাট পৌর শাখা, কানাইঘাট সরকারি কলেজ শাখা, গাছবাড়ি ডিগ্রি কলেজ শাখা।

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘গত বুধবার রাতে আমাদের আওতাধীন একসঙ্গে ৩২টি ইউনিটের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে শুধু জকিগঞ্জ উপজেলা ইউনিটের কমিটি যাচাই-বাছাইয়ের জন্য কিছুটা বিলম্ব হয়েছে। তবে সেটিও দু-এক দিনের মধ্যেই অনুমোদন দেওয়া হবে। পূর্বে জেলা ছাত্রদলের নেতৃত্বে যাঁরা ছিলেন, তাঁদের দেওয়া কমিটি দীর্ঘদিন ধরে চলছিল। কমিটি গঠনের ক্ষেত্রে আমরা কিছু দিকনির্দেশনা দিয়েছি। দীর্ঘদিন ধরে কমিটি না হওয়ায় অনেক কর্মী প্রাণচাঞ্চল্য হারিয়ে ফেলেছেন। তাঁদের প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে।’

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা দায়িত্ব পেয়েছি ২০১৮ সালের মাঝামাঝি। এরপর থেকে আমরা আমাদের দলীয় কার্যক্রম চাঙা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই অংশ হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনা অনুযায়ী আমাদের আওতাধীন কমিটিগুলো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তৃণমূলের প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে একসঙ্গে এতগুলো ইউনিটের কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। আহ্বায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তদের আগামী ৬০ দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বিগত দিনে পরীক্ষিতদের প্রাধান্য দিতে বলা হয়েছে।’
এর আগে ১ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলা ছাত্রদলের আওতাধীন ১৯ ইউনিটের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।