Thank you for trying Sticky AMP!!

সিলেটে গতকাল সোমবার সন্ধ্যায় দুই দফা ভূকম্পনের পর নগরের বন্দরবাজার এলাকার রাজা জিসি উচ্চবিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দেয়।

সিলেটে ভূমিকম্পে ফাটল দেখা দেওয়া বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা

সিলেটে গতকাল সোমবার দুই দফা ভূকম্পনে ফাটল দেখা দেওয়া রাজা জিসি উচ্চবিদ্যালয়ের দ্বিতল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিলেট অঞ্চলের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল হাকিম ফাটল দেখা দেওয়া ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। এই ভবনে কোনো শ্রেণি বা দাপ্তরিক কার্যক্রম না চালাতে প্রধান শিক্ষককে নির্দেশনা দেন তিনি।

নজরুল হাকিম বলেন, ফাটল দেখা দেওয়া ভবনটি প্রায় ২৮ বছর আগে নির্মাণ করা হয়েছে। দ্বিতীয় তলাটি ৫ থেকে ৬ বছর আগে নির্মাণ করা হয়েছে। সে সময় বাজেট অনুযায়ী এটি ভূমিকম্পসহনয়ীভাবে নির্মাণ করা হয়নি। সম্প্রতি কয়েক দফা ভূকম্পনে সিলেটের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এর মধ্যে একটি বিদ্যালয়ের ভবনেও ফাটল দেখা দিয়েছে। সেটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘এরই মধ্যে ভূমিকম্পের কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আতঙ্কিত হওয়ার কথা আমাদের লিখিতভাবে জানিয়েছে। আমরা সিলেটের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে কি না, সেগুলোর নজরদারি করছি।’

রাজা জিসি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. আবদুল মুমিত বলেন, শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী ফাটল দেখা দেওয়া ভবনটি পরিত্যক্ত ঘোষণা করতে মৌখিকভাবে বলেছেন। এর ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দুই দফা ভূকম্পন অনুভূত হয়। এরপরই এই ফাটল দেখা দেয়। আবহাওয়া অধিদপ্তরের সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৮।

Also Read: সিলেটে গতকালের ভূমিকম্পে বিদ্যালয়ের ভবনে ফাটল