Thank you for trying Sticky AMP!!

সিলেট বিভাগে আরও ২৮ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে গতকাল বুধবার ২৪ ঘণ্টায় মৌলভীবাজারের ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে ঢাকার পরীক্ষাগারে সিলেট বিভাগের আরও ২০ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে গতকাল বিভাগে মোট ২৮ জনের করোনা শনাক্ত হলো। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, গতকাল সিলেটের ল্যাবরেটরিতে মোট ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে মৌলভীবাজার জেলার ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অন্যদিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড রেফারেল সেন্টারে ৩৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে সিলেটের ১৫ জন, সুনামগঞ্জের ৪ জন ও হবিগঞ্জের একজনের করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, সিলেট বিভাগে এখন পর্যন্ত সবমিলিয়ে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩৪৪ জনের শরীরে। এর মধ্যে হবিগঞ্জের ১১৮ জন, সিলেটের ১০৩ জন, সুনামগঞ্জের ৬৭ ও মৌলভীবাজারের ৫৬ জন রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬২ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ছয়জন মারা গেছেন।