Thank you for trying Sticky AMP!!

সিলেট বিভাগে এক দিনে ১৫১ জনের করোনা শনাক্ত


সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় ১৫১ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সময়ে কোভিড-১৯–এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের। সুস্থ হয়েছেন ১৮০ জন।

সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৬১১।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান। প্রথম আলোকে তিনি বলেন, নতুন করে সংক্রমিত লোকজনের মধ্যে সিলেট জেলার ৯১ জন, সুনামগঞ্জের ১৬ জন, হবিগঞ্জ জেলার ১৭ জন ও মৌলভীবাজার জেলার ২৭ জন রয়েছেন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটের ১২৭ জন, সুনামগঞ্জের ৭ জন, হবিগঞ্জের ৮ জন ও মৌলভীবাজার জেলার ৩৮ জন সুস্থ হয়েছেন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগের মধ্যে সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৫ হাজার ১২৪ জন। এর মধ্যে মারা গেছেন ১২২ জন, সুস্থ হয়েছেন ১ হাজার ৭০০ জন। সুনামগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৮২১ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩৯৮ জন এবং মারা গেছেন ১৯ জন। হবিগঞ্জ জেলায় আক্রান্ত ১ হাজার ৩৯৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৯২০ জন এবং মারা গেছেন ১১ জন। মৌলভীবাজার জেলায় আক্রান্ত ১ হাজার ২৬৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৯২ জন এবং মারা গেছেন ১৯ জন।