Thank you for trying Sticky AMP!!

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা আক্রান্তের দ্বিগুণ

ছবি রয়টার্স

সিলেট বিভাগের ৪ জেলায় গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ রোগে আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার সংখ্যা দ্বিগুণের চেয়ে বেশি ছিল। ২৪ ঘণ্টায় ৮৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১৭৬ জন। এর মধ্যে সর্বাধিক সুস্থ হয়েছেন সিলেট জেলায়। সিলেটে মোট ২১ জন আক্রান্ত হওয়ার বিপরীতে সুস্থ হয়েছেন ১৩৩ জন।

আজ রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের ‘কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন’ থেকে এসব তথ্য জানা গেছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রতিবেদনে দেখা গেছে, সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হওয়া ৮৪ জনের মধ্যে সিলেট জেলায় ২১ জন, হবিগঞ্জে ২৩, সুনামগঞ্জে ১৮ ও মৌলভীবাজারে ২২ জন। সুস্থ হয়েছেন সিলেটে ১৩৩ জন, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ৭ ও মৌলভীবাজারে ১৯ জন।

৪ জেলায় বর্তমানে কোভিডে আক্রান্ত রোগীর মোট সংখ্যা ৬ হাজার ৬০২। এর মধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৪৩০ জন, সুনামগঞ্জে ১ হাজার ২৭৮, হবিগঞ্জে ১ হাজার ৫৫ ও মৌলভীবাজারে ৮৩৯ জন। ৪ জেলায় হাসপাতালে ভর্তির সংখ্যা ২০৯। এ পর্যন্ত সুস্থ হওয়ার মোট সংখ্যা ২ হাজার ৭৩২। সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ১১৮।