Thank you for trying Sticky AMP!!

সীমান্ত থেকে সাত কেজি সোনা উদ্ধার

স্বর্ণের বার

যশোরের চৌগাছা সীমান্তের শাহজাদপুর এলাকা থেকে প্রায় ৭ কেজি ওজনের ৬০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এসব সোনা উদ্ধার করা হয়। আজ শনিবার চৌগাছা থানায় মামলার পর তা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুই ব্যক্তি একটি বস্তা নিয়ে ভারত সীমান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা বস্তাটি ফেলে পালিয়ে যান। পরে ওই বস্তার ভেতর থেকে ৪ কোটি ৮৯ লাখ ৩০ হাজার টাকার ৬০টি সোনার বার উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে যশোর ব্যাটালিয়ন-৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা বলেন, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি সোনার বস্তা ফেলে পালিয়ে যান। পরে তা উদ্ধার করে সরকারি ট্রেজারিতে জমা করা হয়েছে।